ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাই হ্রদে পানি সর্বোচ্চ পর্যায়ে, খুলেছে ১৬ গেট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
কাপ্তাই হ্রদে পানি সর্বোচ্চ পর্যায়ে, খুলেছে ১৬ গেট কাপ্তাই লেক

রাঙামাটি: পার্বত্য অঞ্চলে অবিরাম বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (১৬ জুন) রাত ৮টা ১০ মিনিটে কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে।

পানি বিদুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পিডিবি কর্তৃপক্ষ এই সিদ্বান্ত নেয়। বর্তমানে লেকে পানির পরিমাণ ১০৩ দশমিক ৭০ মিনস সি লেভেল।

পানি বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান বাংলানিউজকে জানান, ধারণক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।