ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ৯ মণ ভারতীয় পটকা ও আতশবাজি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
বেনাপোলে ৯ মণ ভারতীয় পটকা ও আতশবাজি জব্দ বেনাপোলে ৯ মণ ভারতীয় পটকা ও আতশবাজি জব্দ

ঢাকা: বেনাপোল বন্দরে বেনাপোল-খুলনা রুটে যাতায়াতকারী লোকাল ট্রেন থেকে শুল্ক গোয়েন্দারা  ভারতের তৈরি প্রায় ৯ মণ পটকা ও আতশবাজি জব্দ করেছেন।

বৃহস্পতিবার ( ১৫জুন) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড.মইনুল খান।

তিনি জানান, ট্রেনটি বেনাপোল থেকে বিকেল ৪টার দিকে ছেড়ে ঝিকরগাছায় পৌঁছালে শুল্ক গোয়েন্দার দল সিগনাল দিয়ে তার গতিরোধ করে।

পরে তল্লাশি করে ১ নং বগির টয়লেটে লুকানো অবস্থায় এসব পটকা ও আতশবাজি পাওয়া যায়।  

তবে ওগুলোর কোন দাবিদার বা মালিককে পাওয়া যায়নি।

মইনুল খান আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় এসব পটকা ও আতশবাজি অবৈধভাবে দেশের অভ্যন্তরে আনা হয়েছে। ট্রেন কর্তৃপক্ষের সহায়তায় মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে।  

তিনি আরও জানান, এগুলোর গায়ে 'মেইড ইন ইন্ডিয়া' লেখা আছে। ধারণা করা যাচ্ছে পুটখালি সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনা হয়েছিল। এছাড়া বেনাপোল বন্দর হয়ে নাভারন স্টেশন দিয়ে এগুলো লোড হয় বলেও ধারণা করছেন তারা।

আটক পণ্য যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।  

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুন ১৬,২০১৭
এসজে/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।