ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভৈরবে ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, জুন ১১, ২০১৭
ভৈরবে ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। 

রোববার (১১ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু (মেঘনা সেতু) সংলগ্ন নাটাল মোড় থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর সুরমার আবু সামার ছেলে ট্রাক চালক সাহাবুদ্দিন (২৪), তার সহযোগী তেলিয়া পাড়ার তৈয়ব আলীর ছেলে মাসুম (২০) এবং নাজিরপুরের মুফতি হোসেনের ছেলে রাসেল (১৯)।

 

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নাটাল মোড়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল হাইওয়ে পুলিশ। এসময় একটি ট্রাকে ১২০ কেজি গাঁজা পাওয়ায় ট্রাকের চালক-হেলপারসহ ওই তিনজনকে আটক করা হয়।  

আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।