ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বনানীর ধর্ষণ মামলায় চার্জশিট দাখিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জুন ৮, ২০১৭
বনানীর ধর্ষণ মামলায় চার্জশিট দাখিল বনানীর ধর্ষণ মামলার ৩ আসামি

ঢাকা: রাজধানীর বনানীর একটি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর দায়ের করা মামলায় ৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।  

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি চার্জশিট দাখিল করেন।  

মামলায় সাফাত, নাইমসহ ৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে।

 

আদালত পুলিশের (ডিসি প্রসিকিউশন) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়।  

এ মামলায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান সাকিফ ও রহমত আলীকে আসামি করা হয়।

মামলার বিবরণীতে জানা গেছে, আসামি সাফাত ও নাঈম ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম দুই তরুণীকে ধর্ষণ করেন।  

অপর তিন আসামির বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad