ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১৭
গৌরনদীতে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে একটি ক্লিনিক ও দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি ক্লিনিক ও একটি ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন।

বুধবার (০৭ জুন) বিকেলে উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আহম্মেদ।

অভিযানকালে তিনি ওই এলাকার মাতৃসেবা ক্লিনিকের মালিককে ৫০ হাজার, নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা ও হোসনাবাদ ডায়াগনস্টিক চেম্বারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

পাশাপাশি মাতৃসেবা ক্লিনিক ও নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।