ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সশস্ত্র বাহিনীর সদস্য ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১৭
সশস্ত্র বাহিনীর সদস্য ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন

সংসদ ভবন থেকে: দেশে ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে বলে সংসদে জানিয়েছেন সংসদ কার্যে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (০৭ জুন) দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে টেবিলে উত্থাপিত রহিম উল্লার প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী সেনাবাহিনীতে সামরিক সদস্য ১ লাখ ৪৮ হাজার ৬১৭ জন, বেসামরিক ১৩ হাজার ৫০৮ জন।

সেনাবাহিনীতে মোট আছে ১ লাখ ৬২ হাজার ১২৫ জন। আর নৌবাহিনীতে সামরিক ২১ হাজার ২৮১ জন, বেসামরিক ৩ হাজার ৮০০ জন। মোট ২৫ হাজার ৮১ জন। বিমান বাহিনীতে সামরিক ১৩ হাজার ৬৯৪ জন, বেসামরিক ৩ হাজার ৬৯৬ জন। মোট ১৭ হাজার ৩৯০ জন।

এই তিন বাহিনীকে যুগোপযোগী করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।