ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে গৃহকর্মী ধর্ষণ মামলায় প্রবাসীর রিমান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ৪, ২০১৭
সিলেটে গৃহকর্মী ধর্ষণ মামলায় প্রবাসীর রিমান্ড আসামি সারোয়ার আহমদ

সিলেট: সিলেটে গৃহকর্মী ধর্ষণ মামলায় গ্রেফতার প্রবাসী সারোয়ার আহমদের (৩৮) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ জুন) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৫ম আদালতের বিচারক ইশরাত জাহান এ রিমান্ড মঞ্জুর করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য বাংলানিউজকে জানান।

তিনি বলেন, সারোয়ারকে গ্রেফতারের পর আদালতে পাঁচদিনের রিমাণ্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান। রোববার শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তার পদোন্নতি হওয়াতে মামলাটির তদন্তভার অন্য কোনো কর্মকর্তাকে দেওয়া হবে।

এর আগে ২০ মে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামে ১২ বছরের গৃহকর্মী শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সারোয়ারকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ধর্ষণ মামলা করলে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। সারোয়ার ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এনইউ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।