ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতি মুহূর্তের ঝড়ের খবর রাখছি: প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
প্রতি মুহূর্তের ঝড়ের খবর রাখছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রিয়া, ভিয়েনা থেকে: দুইদিনের সরকারি সফরে অস্ট্রিয়া আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ের খোঁজ খবর সার্বক্ষণিক রাখছেন জানিয়ে বলেছেন, ‘‘যেখানেই থাকি দেশের খবরটা রাখি।’’
 

সোমবার (২৯ মে) স্থানীয় সময় বিকেলে ভিয়েনা গ্র্যান্ড হোটেলে অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঘূর্ণিঝড়ের খোঁজ-খবর সার্বক্ষণিক রাখছেন প্রধানমন্ত্রী
 
প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই যে এখনো ১০ নম্বর সিগনাল।

আমরা অনবরত খবর রাখছি। মানুষকে সরাচ্ছি যা যা করা দরকার করে যাচ্ছি। প্রতিটি জায়গা থেকে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। সমস্ত ব্যবস্থা করা আছে। ’’
 
প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমরা জানি কি করতে হবে। ’’
 
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের মানুষ বিশ্বে আত্মমর্যাদা নিয়ে চলবে। মাথা উঁচু করে চলবে। এক সময় বাংলাদেশ বললে বলতো ঝড়, বন্যা, খরা, দুর্ভিক্ষ- আমরা এখন সব মোকাবেলা করতে পারি। ’’
 
বিএনপি নেত্রী খালেদা জিয়া ও বিগত বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘২৯ এ্প্রিল ঘূর্ণিঝড় হয়েছে; খালেদা জিয়ার সময় ৯১ সালে। উনি জানেনই না। উনি ঘুমাচ্ছিলেন। ’’
 
‘‘পার্লামেন্টে যখন বললাম ঘূর্ণিঝড় হয়েছে, মানুষ মারা গিয়েছে। তিনি বললেন, যতো মানুষ মরার কথা ছিল ততো মানুষ মরেনি। আমি বলেছিলাম কতো মানুষ মরলে আপনার ততো মানুষ হবে। তখন আর কথা বলে না। ’’
 
‘‘এই হলো তাদের অবস্থা। আর আমরা যেখানেই থাকি দেশের খবরটা রাখি। ’’
 
অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad