ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে দেড় লাখ লোক আশ্রয়কেন্দ্রে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
কক্সবাজারে দেড় লাখ লোক আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে দেড় লাখ লোক আশ্রয়কেন্দ্রে

কক্সবাজার: ঘূর্ণিঝড় মোরার হাত থেকে রক্ষা পেতে উপকূল ছেড়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়া আরও এক লাখ মানুষ সরে গেছেন আত্মীয়স্বজনের বাড়িসহ নিরাপদস্থানে।

সোমবার (২৯ মে) রাত ১১টা ৫৫ মিনিটে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানান।  

জেলা প্রশাসন সূত্র মতে, আট উপজেলার ৫৩৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

তাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৮০টি মেডিকেল টিম রয়েছে। এছাড়া অন্যান্য সেবা নিশ্চিত করতে প্রায় ১৫ হাজার স্বেচ্চাসেবী কাজ করছেন।

চট্টগ্রামের ৭০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

বঙ্গোপসাগরে সৃষ্ট ‘মোরা’র জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি আছে, এ নিয়ে কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত বলেন, ঝড়ের তীব্রতার কারণে মঙ্গলবারের (৩০ মে) সব ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত।

এদিকে ঝড়ের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত মঙ্গলবার প্রায় আট ঘণ্টা বন্ধ থাকবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর।

ভিয়েনা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোরার বিষয়ে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দিচ্ছেন দিক-নির্দেশনা।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
টিটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।