ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
রাজধানীতে ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কলাবাগান কাঁঠাল বাগানে ভবন থেকে পড়ে ইমাম হোসেন (২৫) নামে এক রঙ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমাম মিরপুর ১৪ ভাষানটেক দেওয়ান পাড়া এলাকার জালাল গাজির ছেলে।

মৃত ব্যক্তির সহকর্মী মো. সুমন বাংলানিউজকে বলেন, কাঁঠাল বাগান ঢাল পদ্মা ডায়াগনিস্টিক সেন্টার পাশে একটি ৫ তলা বাড়ির ৩য় তলায় বাহিরে দিকে রশি দিয়ে মই বানিয়ে রঙয়ের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় ইমাম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইমাম হোসেনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।