ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে উপদ্রুত এলাকায় স্থানীয় সরকারের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

যে সকল জেলায় বিপদ সংকেত দেখানো হয়েছে, সে সকল জেলায় ছুটি বাতিলের আদেশ কার্যকর হবে বলে সোমবার (২৯ মে) স্থানীয় সরকার বিভাগের জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোরা’ জনিত দুর্যোগ মোকাবেলায় সর্বতোভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমআইএইচ/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।