ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এক ঘণ্টা কমলো সিএনজি স্টেশন বন্ধের সময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এক ঘণ্টা কমলো সিএনজি স্টেশন বন্ধের সময়

ঢাকা: রমজানজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এর ফলে বিকেল ৩টার পরিবর্তে ৪টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো চালু থাকবে।
 
 

মঙ্গলবার (৩০ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বিদ্যুতে গ্যাসের সরবরাহ বাড়াতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

কিন্তু সোমবার (২৯ মে) সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে বৈঠকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
 
বর্তমানে গ্যাস সংকটের কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে পুরোপুরি উৎপাদন করা যাচ্ছে না। সোমবারও (২৯ মে) হরিপুর, সিদ্ধিরগঞ্জসহ মোট ৭টি বিদ্যুৎ কেন্দ্রে আংশিক উৎপাদন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।