ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭

চাঁদপুর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে চাঁদপুর থেকে ঢাকাগামী সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ মে) সন্ধ্যায় বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হলেও আমাদের চাঁদপুরে আভ্যন্তরীণ বিপদ সংকেত দেখানো হয়েছে।

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকাগামী সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে। লঞ্চ মালিক ও কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে।

চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বাংলানিউজকে বলেন, বিপদ সংকেত জানার পর থেকেই চরাঞ্চল থেকে যেন কোনো নৌকা এবং ট্রলার ছাড়া না হয় সে ব্যাপারে স্থানীয় চেয়াম্যানদের মাধ্যমে মাইকিং করা হয়েছে। এছাড়াও নৌ-পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।