ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রমজানে ‘ফুটবাজার’ উচ্ছেদে সিসিকের কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
রমজানে ‘ফুটবাজার’ উচ্ছেদে সিসিকের কমিটি গঠন রমজানে ‘ফুটবাজার’ উচ্ছেদে সিসিকের কমিটি গঠন-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেট মহানগরে গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের ফুটপাত দখল করে গড়ে উঠেছিল ফুটবাজার। এসব ফুটবাজার উচ্ছেদে পুলিশ কিংবা সিটি করপোরেশনের কোনো উদ্যোগ দেখা যায়নি।

শেষতক আদালতের নির্দেশে ফুটপাত থেকে ফুটবাজার তথা হকার উচ্ছেদে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।    

সোমবার (২৯ মে) সিলেট সিটি করপোরেশন (সিসিক) মিলনায়তনে আয়োজিত এক সভায় মেয়র আরিফুল হক চৌধুরীকে সভাপতি ও কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিসিক কাউন্সিলর, জেলা প্রশাসনের প্রতিনিধি, বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা রয়েছেন।  

সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন কার্যদিবসের মধ্যে ফুটপাতে অবৈধ দখলদারদের সরে যেতে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর অভিযানে নামবে কমিটি।  

গত ২৫ মে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম-ঠিকানা তদন্ত করে সাতদিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেন। সিসিকের এ কাজে সহায়তার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেন আদালত।  

এর পরিপ্রেক্ষিতে সিলেটের বিভিন্ন দফতরের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে কমিটি গঠন করা হয়।  
বৈঠকে সভাপতিত্ব করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সঞ্চালনায় ফুটপাত থেকে হকার উচ্ছেদে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন-সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সিলেট চেম্বার পরিচালক জিয়াউল হক জিয়া, চেম্বার পরিচালক হিজকিল গুলজার, সিসিকির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ সিসিক কাউন্সিলররা।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এনইউ/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ