ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামাইদের পছন্দ ‘মাছ’ মিষ্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
জামাইদের পছন্দ ‘মাছ’ মিষ্টি ‘মাছ’ মিষ্টি-ছবি-আরিফ জাহান

শেরপুর (বগুড়া) ঘুরে: ক্যাশ বাক্সে হেলান দিয়ে বসে ছিলেন মজিবর রহমান। পাশেই কয়েকটি গামলার ভেতর রয়েছে বড় বড় ‘মিষ্টি’। একেকটি মিষ্টির ওজন হবে দেড় থেকে আড়াই কেজি পর্যন্ত। প্রতিকেজি মিষ্টির দাম ২৮০ টাকা।

মিষ্টিগুলো দেখতে মাছ আকৃতির। মাছের মাথার মতো মাথা বানানো।

পেছন ভাগ লেজের মতো। সবকিছুই আস্ত মাছের মতো। অত্যন্ত দক্ষ হাতের তৈরি মিষ্টিগুলো ‘মাছ’ মিষ্টি নামে পরিচিত সবার কাছে।

এসব মিষ্টির দোকান ঘিরে জামাইদের ঘোরাঘুরি ছিল চোখে পড়ার মতো।  

সোমবার (২৯ মে) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলার মিষ্টিপট্টিতে গেলে জামাইসহ সাধারণ মানুষ ও দোকানিদের মিষ্টি বেচাকেনার দৃশ্য চোখে পড়ে।  

 ‘মাছ’ মিষ্টি-ছবি-আরিফ জাহানমেলায় সামছুল হক সুমন বাংলানিউজকে জানান, মেলা শুরুর দু’দিন আগে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে এসেছেন। মেলায় গিয়ে মিষ্টি কেনার মধ্য দিয়ে অন্য সামগ্রী কেনাকাটা শুরু হয়। দুই কেজি ওজনের ‘কাতলা মাছ’ মিষ্টি কিনেছেন তিনি। এ ধরনের চারটি মিষ্টি কেনেন ২৮০ টাকা কেজি দরে।

মেলার মিষ্টিতে চলবে আনন্দ আর উল্লাস যোগ করেন মেলায় নিমন্ত্রণে আসা এই জামাই।

একই কথা জানালেন মেলায় আসা জামাই গোলাম কিবরিয়া, আব্দুর রশিদ, জহুরুল ইসলামসহ অনেকে।

মজিবর রহমান, মো. মিলন, লালু মিয়াসহ একাধিক মিষ্টির দোকানি বাংলানিউজকে জানান, এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর থেকেই তারা মেলায় আসেন। বাহারি ডিজাইনের মিষ্টান্ন সামগ্রী নিয়ে আসেন মেলায়।

 ‘মাছ’ মিষ্টি-ছবি-আরিফ জাহানএবারো ব্যতিক্রম হয়নি। বিপুল পরিমাণ মিষ্টান্ন সামগ্রী নিয়ে তারা মেলায় এসেছেন। বেচাকেনাও ভালো।  
দোকানিরা আরও জানান, ছোট-মাঝারি ও বড় আকারের ‘মাছ’ মিষ্টি, লাভ মিষ্টি, কদম মিষ্টি, পানপাতা, চমচম, হাসিখুশি, কালোজাম, স্পঞ্জ মিষ্টি, ছানার জিলাপি, জিলাপি, লাড্ডু, কদমাসহ নানা আইটেমের মিষ্টান্ন সামগ্রী রয়েছে মেলার দোকানগুলোতে।

এরমধ্যে বড় আকারের মিষ্টি ২২০ টাকা, মাঝারি আকারের মিষ্টি ১৬০-১৮০ টাকা, ছোট আকারের মিষ্টি ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমবিএইচ/আরআর/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad