ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে গাঁজা বিক্রির দায়ে ৬ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
গাজীপুরে গাঁজা বিক্রির দায়ে ৬ জনের কারাদণ্ড

গাজীপুর: গাজীপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবন করার দায়ে ছয় জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ মে) দুপুরে গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন এ অভিযান পরিচালনা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি এলাকার মৃত আরফান হোসেনের ছেলে মো. কবির হোসেন হাসু (২৯), একই থানার আগানগর এলাকার আশোক আলী ভান্ডারীর ছেলে  মো. রানা (৩০), ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. শহীদুল ইসলাম (৩১), গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানীটেক এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে লাল চান (৩২), একই থানার মরকুন পশ্চিমপাড়া এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৪৭) ও গোপালগঞ্জের মোকছেদপুর থানার বেজরাপাচড়া এলাকার মৃত ছরোয়ার হোসেনের ছেলে মো. মাহবুবুর রহমান (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের শ্মশানঘাট, টঙ্গী মাজার বস্তি ও আমতলী কেরানীটেক বস্তি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবন ও বিক্রিকালে দেড় কেজি গাঁজাসহ ওই ছয়জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ সনের ১৯(১) টেবিল ৭(ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. কবির হোসেন হাসু, মো. রানা, শহীদুল ইসলাম ও মাহবুবুর রহমান গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান, উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্য।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।