ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
টঙ্গীতে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় খোরশেদ (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোরশেদ জামালপুরের মেলান্দহ থানার বানিয়াপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাংলানিউজ বলেন, টঙ্গীর বাঁশপট্টি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন খোরশেদ।

এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুর আড়াই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টঙ্গীর সাতাশ এলাকায় বাসা ভাড়া থেকে ভ্যান চালাতেন খোরশেদ। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই মোশাররফ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।