ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ঘুর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি

লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের উপকূলে বৃষ্টি শুরু হয়।

ঘুর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয়ে যেতে উপকূলীয় এলাকায় মাইকিং, নিয়ন্ত্রণ কক্ষ চালু, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা, ১০২টি আশ্রয়ন কেন্দ্র ও বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।


 
জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় ‘মোরা’ বঙ্গোপসাগারে অবস্থান করছে। এতে করে লক্ষ্মীপুরসহ উপকূলীয় কয়েকটি জেলায় সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।