ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৭
শরীয়তপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার চর নেয়ামতপুর গ্রামে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে ইউনুস খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে।

 

নিহত ইউনুস খানের চাচতো ভাই জামাল খান জানান, দুপুর ১২টার দিকে ইউনুস খান বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধান রোপণ করতে গিয়েছিলেন। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইউনুস খান মারা যান।

জামাল খান আরও জানান, বৃষ্টি থেমে গেলেও ইউনুস খান বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী আকলিমা বেগম তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে খেতের মধ্যে ইউনুস খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে ইউনুস খানের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, চর নেয়ামতপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।    

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।