ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
রাজবাড়ীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আনহা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) বেলা ১১টার দিকে জেলা শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আনহা তার মায়ের সঙ্গে ভবানীপুর এলাকায় নানা বাড়িতে থাকতো।

তার বাবার নাম বাবুল আক্তার। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

আনহার বান্ধবী লাবনী আক্তার বাংলানিউজকে জানায়, বেলা ১১টার দিকে সে আর আহনা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় সাঁতার কাটতে কাটতে পানিতে তলিয়ে যায় আহনা। টের পেয়ে সে আহনার নানা বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন এসে পুকুর থেকে আনহাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আনহার খালু স্থানীয় সাংবাদিক হেলাল মাহমুদ বাংলানিউজকে বলেন, আনহা সাঁতার জানতো না। তাই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।