ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার (২৯ মে) সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিননগর এলাকায় পণ্যবাহী দু’টি ট্রাক মুখোমুখি সংঘর্ষের পর বিকল হয়ে গেলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় দিকে অন্তত ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশ সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে প্রায় আট ঘণ্টা চেষ্টার পর বিকেল সোয়া চারটার দিকে উদ্ধার করে। এরপর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো.সারওয়ার যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।