ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে হত্যা মামলায় আটক ৩ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
 বান্দরবানে হত্যা মামলায় আটক ৩ জন কারাগারে

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু মংশৈ উ চাক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরা হলেন- জহিরুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনা ও মো. হাসান।

এদের মধ্যে জহিরুল ইসলাম ও রাজিয়া সুলতানা আরজিনাকে গত ১৫ মার্চ চট্টগ্রামের সিতাকুণ্ড থেকে ও ৭ মার্চ মো. হাসানকে কুমিল্লার চান্দিনা থেকে আটক করা হয়।

সোমবার (২৯ মে) বিকেল ৩টার দিকে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করা হয়। পরে তাদের বান্দরবান কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আটক ওই ৩জন ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

২০১৬ সালের ১৪ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাক পাড়ায় বৌদ্ধ ভিক্ষু মংশৈ উ চাককে গলা কেটে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।