ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোজার দ্বিতীয় দিনে রাজধানীতে তীব্র যানজট

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
রোজার দ্বিতীয় দিনে রাজধানীতে তীব্র যানজট রোজার দ্বিতীয় দিনে রাজধানীতে তীব্র যানজট/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর ব্যস্ততম সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন। সোমবার (২৯ মে) বিকেলে পবিত্র রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর ব্যস্ততম সড়কে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর শাহবাগ থেকে সাইন্সল্যাব, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকায় থেমে থেমে চলছে যানবাহনগুলো। নিকটতম পথের যাত্রীরা ফুটপাত ধরে পায়ে হেঁটে গন্তব্যে ছুটে চলেছেন।

এদিকে, মতিঝিল, গুলিস্তান, পল্টন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। অপরদিকে, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল হয়ে রামপুরা এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রোজার দ্বিতীয় দিনে রাজধানীতে তীব্র যানজট/ছবি: জিএম মুজিবুর
এছাড়া, এয়ারপোর্ট হয়ে কাকলী, বনানী এলাকায় দাঁড়িয়ে আছে বাস, প্রাইভেট কার, সিএনজিসহ গণপরিবহনগুলো। মহাখালী ফ্লাইওভারের উঠতি মুখে যানজট দেখা গেছে।

খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, গুলশান ১, এলাকায় মাঝারি ধরনের যানজট রয়েছে। মহাখালী বনানী রোডে হালকা যানজট রয়েছে।

এছাড়া, মধ্যবাড্ডা, লিংকরোড হয়ে কুড়িল বিশ্বরোডে রাস্তার উভয়পাশে তীব্র  যানজটে ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।