ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
মুন্সীগঞ্জে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ মুন্সীগঞ্জে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিতলায় দু’টি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

সোমবার (২৯ মে) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান খোন্দকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের আদারিতলা এলাকায় অভিযান চালিয়ে দু’টি কারখানা থেকে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এর মধ্যে রাসেল ফিশিং নেট থেকে ১ লাখ ৫০ হাজার মিটার এবং মোশারফ ফিশিং নেট থেকে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

উভয় কারখানাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল নয়াগাঁও ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।