ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে ২৭৫ ড্রাম রেনু পোনা জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
মুন্সীগঞ্জে ২৭৫ ড্রাম রেনু পোনা জব্দ, আটক ২ মুন্সীগঞ্জে ২৭৫ ড্রাম রেনু পোনা জব্দ, আটক ২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকা থেকে ২৭৫ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৯ মে) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী তিনটি বাস থেকে এসব রেনু পোনা উদ্ধার করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে পদ্মা নদীতে জব্দকৃত রেণু পোনাগুলো অবমুক্ত করা হয়।

 

মাওয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত আমরা শিমুলিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় চট্টগ্রাম থেকে মংলাগামী সাওদিয়া, ব্যাপারী ও এক্সপি লাইন পরিবহন থেকে মোট ২৭৫ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

সাওদিয়া পরিবহনের চালক ও হেলপারকে আটক করা হয়। বাকী দুইটি পরিবহনের মালিক না থাকায় কাউক আটক করা যায়নি। দুপুর ১টার দিক মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রেনু পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।