ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীবরদীতে ২ মাদক ব্যবসায়ীর সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
শ্রীবরদীতে ২ মাদক ব্যবসায়ীর সাজা

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ইয়াবা বিক্রির দায়ে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন-উপজেলার মুন্সীপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও ছনকান্দা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে নুরজামাল (৩৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর-শেরপুর সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় শ্রীবরদী উপজেলার মুন্সীপাড়া গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ও ছনকান্দা গ্রাম থেকে নুর জামালকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  সাইফুল ও নুর জামালকে ৬ মাসের বিনাশ্রম সাজার আদেশ দেন।

 শ্রীবরদী ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন, বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।