ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার (৩০ মে)।

বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের ১৬তম এ অধিবেশন শুরু হবে।

এর দু'দিন পর বৃহস্পতিবার (০১ জুন) ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।

অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারিত হবে।

দেশের ইতিহাসে ৪৬তম এবং বর্তমান সরকারের চতুর্থ বাজেট এটি।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত দ্বিতীয় সর্বোচ্চ ও নিজের ১১তম বাজেট পেশ করবেন। বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ১২টি বাজেট দিয়ে গেছেন। মুহিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে।

বাজেট পেশের পর প্রথা অনুসারে শুক্রবার (০২ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের ম‌ধ্যে পাস হবে।

আগামী ০১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

অর্থমন্ত্রীর বিভিন্ন আলোচনার সূত্র ধরে ধারণা করা হচ্ছে, এবার বাজেটের আকার হবে ৪ লাখ কোটি টাকারও বেশি।   যা হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আকৃতির বাজেট। এর আগে গত ০৮ মে সংসদের ১৫তম অধিবেশন শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।