ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে একজনের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে একজনের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আব্দুল বারেক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মো. মানিক নামে এক যুবক।

সোমবার (২৯ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মানিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল বারেক পাথরঘাটা পৌরসভার একজন পরিচ্ছন্নতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শান্তির নগরে একটি আবাসিক বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে আব্দুল বারেক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পাওয়ায় তার সহযোগী মো. মানিক মিয়া ভেতরে নেমে তাকে পড়ে থাকতে দেখেন।

পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আনোয়ার উল্লাহ আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিককে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad