ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
কালিয়াকৈরে নবজাতকের মরদেহ উদ্ধার কালিয়াকৈর মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা থেকে এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহসড়কের পাশে ময়লা আবর্জনার ওপর লুঙ্গি দিয়ে মোড়ানো ওই নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক এক দিন।

নবজাতকের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই নজরুল।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।