ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি রাজীব গান্ধীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
জঙ্গি রাজীব গান্ধীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতারকৃত গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের আমল গ্রহণকারী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় পুলিশি প্রহরায় জাহাঙ্গীর আলম উরফে রাজীব গান্ধীকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়।

কিশোরগঞ্জের কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির আকন্দ বাংলানিউজকে জানান, শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার ওসি-তদন্ত মো. মুর্শেদ জামান রাজীব গান্ধীর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক শুনানি শেষে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও শোলাকিয়া হামলার ঘটনায় আটক আনোয়ার হোসেন ও  জাহিদুল হক তামিমকেও আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।