ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে ট্রেনে কাটা ২ কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
মাধবপুরে ট্রেনে কাটা ২ কিশোরের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার রতনপুর (ছাতিয়াইন) এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো উপজেলার মাদারবড়া গ্রামের আকবর আলী খানের ছেলে নোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তামজিদ খান (১৬) এবং ইছব আলীর ছেলে নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (১৫)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তাপস বড়ুয়া বাংলানিউজকে জানান, সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে দুই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

স্থানীয়দের ধারণা, ওই দুই কিশোর সেহেরি খেয়ে ফজরের নামাজ শেষ করে রেললাইনের ওপর শুয়ে পড়ে। সকাল ৭টার দিকে আসা একটি ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। কোনো কষ্ট থেকে তারা আত্মহত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।