ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিন নগর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের পর বিকল হয়ে পড়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (২৯ মে) সকাল অাটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় দিকে অন্তত পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

 
এতে দুর্ভোগে পড়েছেন শত শত যানবাহনের যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

বেলা ১১টা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে দক্ষিণ প্রান্তে অাখাউড়ার ধরখার বাসস্ট্যান্ড পর্যন্ত এবং উত্তর প্রান্তে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাসস্ট্যান্ড পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ