ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৮০ জন নারীকে বিধবা ভাতা দিলো মানিকগঞ্জ পৌরসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
৮০ জন নারীকে বিধবা ভাতা দিলো মানিকগঞ্জ পৌরসভা ৮০ জন নারীকে বিধবা ভাতা দিলো মানিকগঞ্জ পৌরসভা

মানিকগঞ্জ: সরকারের পাশাপাশি মানিকগঞ্জ পৌরসভার নিজস্ব উদ্যোগে ৮০ জন দুস্থ বিধবা নারীকে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এখন থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর এসব দুস্থ নারী ১৫শ’ টাকা করে ভাতা পাবেন।

রোববার (২৮ মে) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রথম কিস্তির ভাতা দেওয়া হয়।

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে ভাতা দেওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা ও সাবিহা হাবিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকারিভাবে পৌর এলাকায় এক হাজার বিধবা নারীকে ভাতা দেওয়া হয়। কিন্তু বিধবা নারীর সংখ্যা বেশি হওয়ায় পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে ৮০ জন দুস্থ বিধবা নারীকে ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ