ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্মেন্ট কর্মী হত্যার ঘটনায় আসামির স্বীকারোক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
গার্মেন্ট কর্মী হত্যার ঘটনায় আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের দেওভোগে ১৫ মার্চ রাতে গার্মেন্ট কর্মী হারুনুর রশিদ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি মশিউর রহমান। টাকার প্রয়োজনেই সে ছিনতাই করতে গিয়ে খুন করে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

রোববার (২৮ মে) নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এ স্বীকারোক্তি দেন মশিউর রহমান। মশিউর রহমান দেওভোগের ৭৮ নম্বর এম এম রোডের মোহন চৌধুরীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) টুটুল মোল্লা বাংলানিউজকে জানান, আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এবং স্বীকার করেছে টাকার প্রয়োজনেই সে হত্যা করে হারুনুর রশিদকে।

১৫ মার্চ রাত ২টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে গার্মেন্ট কর্মী হারুনুর রশিদকে ছুরিকাঘাত করে হত্যা করে আসামি মশিউর রহমান। এতে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৪৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।