ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ২৮, ২০১৭
তিন প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই

ঢাকা: রমজান মাসে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীতে তিনটি প্রতিষ্ঠানকে ছয়লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান ও তানজিলা কবির ত্রপা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।

বিএসটিআই’র সিএম লাইসেন্সের শর্ত ভঙ্গ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী বিক্রয়-বিতরণ করায় চকবাজারের অরিজিনাল বোম্বে সুইটস অ্যান্ড কনফেকশনারীকে ৩ লাখ ও আলাউদ্দিন সুইটমিট লিমিটেডকে ২লাখ জরিমানা করেন মোহাম্মদ মশিউর রহমান।


 
অপর এক অভিযানে গুলশান-২ এলাকার লেভেন্ডার সুপার স্টোর-এ ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানিকৃত টমেটো কেচাপ, শ্যাম্পু (ব্র্যান্ড: ডাভ), স্কিনক্রিম (ব্র্যান্ড: নেভিয়া ও ফ্রুট কর্ডিয়াল) বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেন তানজিলা কবির ত্রপা।
 
রোববার (২৮ মে) বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, পুরো রমজান মাস জুড়ে এধরনের অভিযান আরও জোরদার করা হবে।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।