ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় এক পশলা বৃ‌ষ্টিতে জনজীব‌নে স্ব‌স্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
সাতক্ষীরায় এক পশলা বৃ‌ষ্টিতে জনজীব‌নে স্ব‌স্তি

সাতক্ষীরা: সাতক্ষীরায় টানা তিন সপ্তাহ প্রচণ্ড তাপদাহের পর এক পশলা বৃ‌ষ্টি‌তে জনজীব‌নে স্ব‌স্তি নে‌মে এ‌সেছে।‌ রোববার (২৮ মে) ইফতা‌রির ঠিক পরপরই সন্ধ্যা ৭টা ১০ মি‌নি‌টে মুষলধা‌রে বৃ‌ষ্টি না‌মে।

য‌দিও বিকেল সোয়া ৫টার দি‌কে সাতক্ষীরায় প্রচণ্ড রো‌দের মধ্যেও হঠাৎ ‌ছি‌টে ফোটা বৃ‌ষ্টি হ‌য়। কিন্তু রো‌দের মধ্যে পাঁচ মি‌নি‌টের ওই বৃ‌ষ্টিতে তখন ভ্যাপসা গরম আরো বেড়ে গিয়েছিল।


 
এরপর সন্ধ্যায় মুষলধা‌রে প্রায় আধাঘণ্টা বৃ‌ষ্টি হয়। এ‌তে প্রকৃ‌তি শীতল হ‌য়ে জনজীব‌নে স্ব‌স্তি এ‌নে দেয়।

সাতক্ষীরার কুখরালী এলাকার রাহাত রাজা বৃ‌ষ্টির জন্য শুক‌রিয়া প্রকাশ ক‌রে বাংলা‌নিউজ‌কে ব‌লেন, প্রায় তিন সপ্তাহ ধ‌রে প্রচণ্ড তাপদা‌হে জনজীবন অ‌তিষ্ঠ হ‌য়ে উ‌ঠে‌ছিল। আজও সারা‌দিন অসহ্য গরম ছিল। কিন্তু সন্ধ্যার প‌রে বৃ‌ষ্টি‌তে প্রাণ ও প্রকৃ‌তি‌তে স্ব‌স্তি নে‌মে এসেছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।