ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ধর্মের শত্রু, জাতীর শত্রু, দেশের শত্রু। মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করতে একটি চক্র জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে ফায়দা লুটছে।

রোববার (২৮ মে) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের আয়োজনে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক আইনজীবী খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাকিব, পৌর মেয়র লিয়াক আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।