ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
নীলফামারীতে জেএমবি সদস্য গ্রেফতার নীলফামারীতে জেএমবি সদস্য গ্রেফতার

নীলফামারী: নীলফামারীতে শাহীন ইসলাম (৩৮) নামে এক জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

রোবাবার (২৮ মে) দুপুরে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহীন ইসলাম নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহীনুর কবীর জানান, গোপন সংবাদের ভিক্তিতে কাজীরহাট বাজারে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়।  

শাহীন নীলফামারী থানার এজাহার ও চার্জশিট ভুক্ত ‍আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ