ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইফতারির প্রথম দিনেই হোটেল আল রিফাতকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইফতারির প্রথম দিনেই হোটেল আল রিফাতকে জরিমানা

ময়মনসিংহ: নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকার হোটেল আল রিফাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এ জরিমানা করেন। পরে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির পর আবার অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছিল। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে।  

পুরো মাসেই এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।