ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙ্গামাটির হতদরিদ্র ২৫ জনকে আর্থিক সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ২৮, ২০১৭
রাঙ্গামাটির হতদরিদ্র ২৫ জনকে আর্থিক সহায়তা 

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে হতদরিদ্র ২৫ জন মানুষকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছেন এমপি ফিরোজা বেগম চিনু। 

রোববার (২৮ মে) দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী এলাকার বাসভবনে দরিদ্রদের এ আর্থিক অনুদান দেয়া হয়।  

এসময় উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান ও এমপির একান্ত সহকারী মো. সালাউদ্দীন।

এমপি ফিরোজা এসময় বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ জেলার ২৫ জন হতদরিদ্র মানুষের মধ্যে পাঁচ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই না, আমাদের দেশে দারিদ্র্য থাকুক। দেশ থেকে দরিদ্র্য দূর করাই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আজ হতদরিদ্রদের আর্থিক অনুদান দেয়া হলো।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।