ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিরামপুর সীমান্তে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৭
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিরামপুর সীমান্তে আটক ২

দিনাজপুর: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (২৫) ও মো. আতিয়ার রহমান (২২)।

আটক আনোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার গোরিপাড়া গ্রামের ওবায়দুর ইসলামের ছেলে ও আতিয়ার রহমান একই উপজেলার শাহাজাদপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

রোববার (২৮ মে) সকালে চৌঘুরীয়া বাসুপাড়া সীমান্তের মেইন পিলার-২৮৯/২৫ সাব-পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, ২৯ বিজিবি ব্যাটালিয়নের ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা চৌঘুরীয়া সীমান্তের মেইন পিলার- ২৮৯/২৫ সাব পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধ্ভাবে প্রবেশ করার সময় দুই যুবককে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে থানায় সীমান্ত আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-২৩।

বিকেলে আসামিদের জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোখলেছুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ