ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, মে ২৮, ২০১৭
নাটোরে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও সভা নাটোরে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও সভা

নাটোর: নিরাপদ প্রসব চাই স্বাস্থ্যকেন্দ্রে চলো যাই- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে 'নিরাপদ মাতৃত্ব দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২৮ মে) সকাল ১১টার সময় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হাসপাতালের ডা. নুরুল হক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহিনা খাতুন। আরো বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এসএম জাকির হোসেন, সদর হাসপাতালের কনসালটেন্ট (গাইনি) ডা. সালমা আক্তার, এনজিও প্রতিনিধি সিবলী সাদিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।