ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৭
কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক মামলায় পারভীন খাতুন (৪০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

রোববার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত পারভীন খাতুন জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া বিত্তিপাড়া গ্রামের কবির শেখের স্ত্রী।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ২৫ নভেম্বর পুলিশ মাদক ব্যবসায়ী পারভীনের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তার দেহ তল্লাশি করে একশ’ গ্রাম হেরোইন পাওয়ায় তাকে আটক করা হয়। ঘটনার দিন পুলিশ বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় মামলা দায়ের করে।  

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।