ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৃহকর্মীদের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মে ২৮, ২০১৭
গৃহকর্মীদের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

ঢাকা: গৃহকর্মীদের কাজের বিষয়ে নাগরিকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী ম‍ুজিবুল হক চুন্নু।

রোববার (২৮ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, গৃহকর্মীরা ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করেন।

তাদের না আছে কোনো নির্দিষ্ট বেতন কাঠামো, না আছে কোনো বিশ্রাম। তারাতো মানুষ। এসব সুযোগ সুবিধা পাওয়া তাদের মৌলিক অধিকার। এসব বিষয়ও নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। সবচেয়ে দুঃখজনক হলো গৃহকর্মীদের নানা ধরনের নির্যাতন কিন্তু আমাদের বাসা বাড়িতেই হয়। তাই আগে আমাদেরই সচেতন হতে হবে।

তাছাড়া শিশু শ্রম সম্পূর্ণ বন্ধ করতেও সরকার কাজ করছে বলে জানান মুজিবুল হক চুন্নু।

এ বিষয়ে তিনি বলেন,  লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এলাকার ১ হাজার ২শ’ নারীকে আমরা গার্মেন্টস শিল্পে কাজ করার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ শেষে তাদের চাকরি দেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানে অক্সফাম এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।