ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বৃষ্টি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৭
রাজধানীতে বৃষ্টি রাজধানীতে হঠাৎ বৃষ্টি- ছবি- রানা

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রোববার (২৮ মে) বেলা ১১টার পর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বাংলানিউজের করেসপন্ডেন্টরা

রাজধানীর ফার্মগেট এলাকায় বেলা সোয়া ১১টার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার খবর জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন। তিনি জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টি কখনো কখনো ভারী রূপ নিচ্ছে।

আগারগাঁও এলাকা থেকে স্পেশাল করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন জানান, পৌনে ১২টা থেকে আগারগাঁও-তালতলা এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও আশপাশের এলাকায় বৃষ্টির খবর জানিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট মানসুরা চামেলী। তিনি জানান, বেলা সোয়া ১২টা নাগাদ মিরপুর ১০ নম্বর এলাকায় বৃষ্টি হয়েছে। যার স্থায়ীত্ব ছিলো ৫-৬ মিনিট।  

পূরবী, মিরপুর ১২ নম্বর এলাকার আকাশ বেশ মেঘলা রয়েছে। যেকোনো সময় বৃষ্টি শুরু হবে। এছাড়া রাজধানীর বারিধারা এলাকার আকাশও বেশ মেঘলা দেখা গেছে।

রমজানের প্রথম দিনের এ বৃষ্টি রোজাদারদের পাশাপাশি রাজধানীবাসীর মধ্যে বেশ প্রশান্তি এনে দিয়েছে।

রোজায় তাপমাত্রা বাড়ছে না, থাকছে বৃষ্টি

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এমআইএইচ/এমএন/এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ