ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে প্রশান্তির এক পশলা বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৭
ফেনীতে প্রশান্তির এক পশলা বৃষ্টি ফেনীতে প্রশান্তির এক পশলা বৃষ্টি

ফেনী: টানা দুই সপ্তাহের তাপদাহের পর ফেনীতে নেমেছে প্রশান্তির এক পশলা বৃষ্টি। শনিবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে হালাকা ঠান্ডা বাতাসের পর প্রথমে গুড়ি গুড়ি এরপর নামে ভারী বৃষ্টি।

২০ মিনিটের এ বৃষ্টিতে পুরো শহরেই ছড়িয়ে পড়ে প্রশান্তি। তাপমাত্রা নেমে আসে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে।

এর আগে গত সপ্তাহে (মঙ্গলবার) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আবহাওয়া অধিদফতর।

ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিস এ তাপমাত্রার রেকর্ড করেন বলে জানান, আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কবীর আহাম্মদ।

তিনি বাংলানিউজকে বলেন, এ বৃষ্টির মাধ্যমে জেলায় তাপমাত্রা কমতে থাকবে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে জন-জীবনে আসবে প্রশান্তি।

এর আগে অসহীয় গরমে জন-জীবনে স্থবিরতা নেমে এসেছিল এ জেলায়। শ্রমজীবী মানুষকে গরমের তীব্রতা থেকে বাঁচতে বহুতল ভবন ও গাছের নিচে আশ্রয় খুঁজে নিতে দেখা গেছে। শহর ও গ্রামে ঘনঘন লোডশেডিংয়ের কারণে গরমের তীব্রতা আরও বহুগুণ বেড়ে গেয়েছিল।

শহরের বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ শরবতের দোকানে মানুষের দীর্ঘ লাইন চোখে পড়েছিল। শরবত, পানি, তরমুজসহ নানা ফল খেয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে মানুষ।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘন্টা, ২৮ মে ২০১৭
জিপি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।