ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জের জাগির ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ২৭, ২০১৭
মানিকগঞ্জের জাগির ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা মানিকগঞ্জের জাগির ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নে উন্মুক্ত উদ্ধৃত্ত বাজেট ঘোষণা হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করা হয়।

সর্বসাধারণের উপিস্থিতিতে ৬৪ ভাগ কর বৃদ্ধি করে এবার ১ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করেছে ইউনিয়ন পরিষদ।

জাগীর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. নুরুজ্জামান।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমছু সাদাত সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুল মতিন, সহকারী কমিশনার (ভূমি) জেতী প্রু।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। বাজেটে ভৌত অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেশি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।