ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘হাসি’ সম্মাননা পুরস্কার পেলেন কৃষিবিদ হামিদুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
‘হাসি’ সম্মাননা পুরস্কার পেলেন কৃষিবিদ হামিদুল ‘হাসি’ সম্মাননা পুরস্কার গ্রহন করছেন কৃষিবিদ মো. হামিদুল ইসলাম

মানিকগঞ্জ: কৃষি স্বাস্থ্যে বিশেষ অবদানের জন্য মানিকগঞ্জে মাস্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. হামিদুল ইসলামকে ‘হাসি’ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।  

শনিবার (২৭ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।  

এতে হাসি’র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।

এ সময় বক্তব্য রাখেন- জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. মঞ্জুর আলম খান,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও জাগো বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিএম খোরশেদ।

কৃষিবিদ হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি স্বাস্থ্য সুরক্ষার জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে মাস্ক, গ্লাভস, এপ্রোন, গগলস বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় তাকে ‘হাসি’ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা,  মে ২৭, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।