ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই কারণে ঈমাম হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
দুই কারণে ঈমাম হত্যা

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদে ঢুকে ঈমাম আব্দুল মজিদ দেওয়ান (৭২) হত্যার ঘটনায় জহুরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৭ মে) সকাল নয়টায় রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে সারোয়ার বিন কাশেম বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দুটি কারণের কথা জানা গেছে।

প্রথমত ঈমামের কাছে জহুরুলে মেয়ে পড়াশোনা করতো। জহুরুলের অভিযোগ ঈমাম তার মেয়েকে কুফরি শেখাচ্ছিলেন। ঈমামের কাছ থেকে জহুরুল মাঝে মধ্যেই টাকা ধার নিতেন। ধারের টাকা চাওয়ার কারণে ঈমামের প্রতি ক্ষিপ্ত ছিলেন তিনি।

বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। আসামি ২০০৭ সালে নিজের স্ত্রীকে খুন করেছে বলেও জানা গেছে। ওই মামলায় বর্তমানে তিনি জামিনে ছিলেন বলেও জানান সারোয়ার বিন কাশেম।

এর আগে ২৬ মে রূপগঞ্জের মাঝিপাড়া মাটিরঘর মসজিদে এশার নামাজ পড়ানোর সময় ঈমাম মজিদ দেওয়ানকে কুপিয়ে হত্যা করেন জহুরুল। এ সময় বাধা দিতে গেলে মুসল্লি হাবিবুর রহমানকেও কুপিয়ে গুরুতর জখম করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৭
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।