ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ১৬৩৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
নীলফামারীতে ১৬৩৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ১৬৩৩ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ মে) বিকেলে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস’র উদ্যোগে’ এ উপকরণ বিতরণ করে।

এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলম, টুথপেস্ট ও টুথব্রাশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়‍াও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন ও আয়োজক প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ফরহাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।